Sanjay Karmakar
mtYessmuteSrpedoashfnys odat renr5ue:4dedhS5S AoMmu  ·
"জীবনের ধারাপাত"

রিপুরো বাঁধনে সমাপনে গীত জীবনের ধারাপাত
আঁখিরো স্বপ্ননে দুলিলো ভুবনে মনে নাই অধিরথ।
ভ্রমিলাম শত হেরিলাম কত-বিবসতা গ্রাসে মন
বৈষয়িক ধ্যানে স্বয়নে স্বপনে বিষ তারি আরাধন।

কাল গেল বেলা শত ছলা কলা নিশীথে নীববে তায়
রতিরো দোলেতে অনুরাগে মন কামিনী সমীপে হায়।
আতর দানিতে যোনিতে ক্রীড়ণে লুটিতে যামিনী কাল
লভিত পরাণে ধেয়ে গেনু কত আচারো বিহনে পল।

সেবিতে শিবিকা জপিতে জীবিকা অধর্মের ঐ তানে
সুরো লয়ে ছল, কলাতে মাতিনু-কৌশলের ওই সনে।
মানি নাই মন ভ্রমেতে মাতিয়া ভুলিনু সে তার গীতি
আচমনে তায় অসূয়াতে হায় বাঁধিনু সে প্রেম প্রীতি।

আজিকে ডুলিতে নাই রে তুলিতে তুলোট সে ধন হায়
খর বায়ু আজ চূমিতে সে গাঁয় দিকে দিকে চমকায়।
সহস্র ক্ষতো সাধিতেছে ব্রত আপনার নাই কেহ্
হরিত সে ধন খল খল হাসে বিঁধিছে আপন গেহ।......... (চলবে)

(অধিরথ> ঈশ্বর, শিবিকা>জঁজাল, আচমন>স্নান বা হাত-পা ধোওয়া, অসূয়া>অপকারেচ্ছা)