(গতকাল দুপুরে কম্পিউটার একদম ই খারাপ হয়ে গেছিল। সব ঠিক করে এইমাত্র দিয়ে চালু করে দিয়ে গেল, কাল থেকে কারুর পাতায় যেতে পারি নাই তাই ছোট্ট একটি লেখাই প্রকাশ দিলাম মাত্র)


"জীনের কল"


হাতির ঘরে তাঁতির ছানা পান্তাভাতে নুন
ছ্যাড়ায় ভেরায় খাইলো গাই বাজলো মাদল ধূণ।
ধূণের তানে লিপ্ত ছিল গোল মরিচের ঘ্রাণ
স্তব্ধ শহর নগর রাহে জন্তু
ঘোরে সং।
সঙ্গ দোষে মাধব কানাই দম্ভ ছিল তার
রং বাহারে আলতা সিঁদুর আর সে অহঙ্কার।
অহং বোধে বাঁধায় ধাঁধায়; রোটিয়া করে গোল
ঘর বাঁধতে কুড়াল চালায় জিন্দা
গাছে্র মূল।
ঢোলের তালে নৃত্য করে রক্ষ রাজের দল
স্নিগ্ধ সে বন উজার করে শহর নগর ঢল।
চল চামেলি চম্পাকলি আর সুরাতে মেতে
মান আর হুশ গাড্ডা খুঁড়ে তার
ভিতরে পুঁতে।


জীনের দেশে হুতুম প্যাচা বানায় ফেলে কল
সেই কলেতে ঝর ঝরিয়ে; আজ,
মরছে রে দল
দল।