যদি জানতে প্রণয়/ জানতে কী হয়/
জানতে ওগো সখা
তাইলে কী আর/ তাইলে কী আর দূর অজানায়/
মিলতে ওগো পাখা-
যদি জানতে প্রণয়/জানতে কী হয়/
জানতে ওগো সখা।


মন মিতালি/ দূরেই গেলি/
শিউলি বকুল জুঁই
তোর বিহনে/ তোর বিহনে পথ যে ভুলি-
দুঃখ কেমন সই!!


ভগ্ন এ মন/ ভ্রষ্ট প্রেমে/
হারিয়ে এ মন মাঝি
অস্ত রাগের রাগ দহনে/
জ্বলছে এ মন আজি।


জ্বলছে এ মন আজি........................


জল বিহনে/জল বিহনে জলক আজি/
জর্তুগৃহের জালে
কপটতার কলায় নিপুণ/
নৃত্যরত ভালে।


যদি জানতে প্রণয়/ যদি জানতে প্রণয়/ জানতে কী হয়/
জানতে ওগো সখা
তাইলে কী আর/ তাইলে কী আর দূর অজানায়/
মিলতে ওগো পাখা-
যদি জানতে প্রণয়/জানতে কী হয়/
জানতে ওগো সখা।


ইছে করে বাজার করে হেঁটে হেঁটে ফিরছিলাম হাঁটা যেহেতু একদম হয় না তাই। উদাস চিত্তে লেখাটির প্রথম লাইনটি হটাৎ মনে খেলে গেল, "যদি জানতে প্রণয়, জানতে কী হয়, জানতে ওগো সখা"। এই লাইনটিই বেশ সুর করে গাইতে গাইতে ফিরে আসলাম। বাকিটা সরাসরি এখানেই লিখলাম।