Sanjay Karmakar
Top Contributor  · nrdSootpsem12wu3205iJ09t1tcc60nti3l5mu8g417cc7fffh7osg44uc2  ·


ধর্ম আজি কইসে কাজি ধান্দা নাকি সবই
চৌদিকেতে ফাঁদ পেতেছে দানবতার ছবি!!
বক-ধার্মীক ভন্ড সবে
কোথায় তুমি এমন পাবে??
এ দেশ আমার হেথায় শুধু-কইলো আজি কবি।।


যন্তরে মন্ত্ররে কবি সাপ ব্যাঙ ধরে
তারি সাথে কোলাকুলি বুলি মারে থাপ্পড়ে!!
শাক দিয়ে ঢাকা মাছ
তারে করে তছনছ,
ন্যাতা দাদা সাধু সাধু-সবই মেকি ধাপ্পা রে!!


চোখ মেরেছে বেশ করেছে জাপটে তাকে ধরো
হাজার চুমার সোহাগ মেরে কামটা তবে করো।।
তাক ধিনা ধিন তবলা বাজায়
যুদ্ধ করো রাজায় প্রজায়,
আর যদি না সাহস কুলায়-সটকে তুমি পরো।।


লটকেও ভাই পরতে পারো প্রেমের ফাঁদে ফেঁসে
কুয়ার দড়ি জড়ায় গলায় না ফেরার ঐ দেশে!!
কিংবা কানাই কেষ্ট কলি
নাই বা হলো ঢলাঢলি,
হিমালয়েই না হয় গেলে-ফকির সাধুর বেশে!!