"সঞ্জয় কর্মকার"


যেখায় গ্লানিতে বাহিত লোহিতে
                  ক্রূরতা যেথায় গাথা
তথায় দানিত কিংবা প্রণীত...
                                   ব্যর্থ সে উপকথা।


মানব যেথায় খর বায়ে বয়
                       বন্য সে তার বোল
ক্লিষ্ট সে দল নর্দমার ওই
             শুনে রেখো সমতুল।


"শ.ম শহীদ"


ভাই রে...
মাইনেন না ভান ধরছি
এই দেহেন কান ধরছি-!
যাই রে!
আমি যহন শুরু করি
একটা ছাইড়া দুইকে ধরি
আপনে থাকেন-
চাইরে!


কেমুন কইরা ধরমু টিকি
বুদ্ধি করি আমি ঠিকই।
সাঁই রে!
ডাইনে খুঁজি বায়ে খুঁজি
হ’রান হইয়া তবে বুঝি
সব নাগালের-
বাইরে।।


"সঞ্জয় কর্মকার"


ছাইড়া দিলাম হুঁ
করবি নে আর টুঁ।
শোন রে ভায়া সবই বুঝি
শক্তি দিয়া তাও রে
জুঝি,


বুঝি রে ভায় বুঝি।


সবার পিছন গন্ধে ভরা
এ দেশ ও দেশ কপট ধরা
সবার পাছায়
গু।