বুলবুলি ছাই কী যে হলো;  কোন চুলাতে ঘুরতে গেলি
তোর বিহনে কাব্য গাথায় কী করে বল মন ভুলি!
তোর শিসে রই মুগ্ধ মগন মন কী বাত কাব্যে লেখি
তুই কী আমার কাব্য সাথী, না কী রে তুই শুধুই পাখি?

ভাবছি বসে জবর কষে এই বুঝি গান আসলো মনে
উধাও হয় নিমেষ মানে; চুপ করে রই ঘরের কোণে।
তোর কী ভাই, চিন্তা কিসের! চরকি মত ঘুরিস পাক
মন্দ ভালো দেখলে পথে শিস বাজিয়ে দিস রে হাঁক।


এ পথ গলি কানা ঘুঁচি কোথায় রে তুই চুপসে গেলি
আয় না কই সাদায় কালোয়, চল না করি খেলাখেলি।
আজকে পূজোয় সপ্তমীতে ঢল নেমেছে পরীর দল
গা হেলিয়ে দোলনচাঁপা আর জ্যোৎস্না ধরবি চল।

আজকে তোকে দিলাম ছুটি ছুটবো তোর ঐ পিছেই ভাই
পাতলা গলি কিংবা সরক; বলবি যেথায় সেথাই যাই।
অনেক হলো করলি কেলো শিস বাজিয়ে আয় রে ছুটে  
তুলবো কলি জুঁই চামেলি; পূজোয় এবার অনেক ঘেটে।


বিঃদ্রঃ লেখাটি সরাসরি এখানেই লেখা।