Sanjay Karmakar
Founding Member · 1Sst mSlamiponssorend · Members of বাংলা কবিতা - ভারত
"কাদা খোদা"
.
হায় হায় এদিকেতে দুধে ভাতে ঝোলাগুড়
কেন ভায়া ইতিউতি আলো ছায়া রদ্দুর।
কাঁকিনাড়া বেশ ছিল আশিতেই বুড়ি হয়
তারি সাথে কোন্দলে করোনাতে
কথা কয়।
দুখী দিলে বেশ ঢিলে লোটা আর কম্বলে
সবুরেতে মেওয়া ফলে এসিডেতে অম্বলে।
ভোলা ভালা ছিল গাধা, বুঝে নাই অত শত
কত ধানে কত চাল মিলে দিলে
হয় কত!
সরিষাতে ভূত কেন মামা হাঁকে আঁকা বাঁকা
দিনু খায় চচ্চরি শাক দিয়ে মাছ ঢাকা।
শেষমেশ কচু ঘেচু পটলা ও হাঁদা ভোদা
দিন মান শুনশান পেন্সিলে
কাদা খোদা।