Sanjay Karmakar shared a link.


  ·
Spooim0
w
f
u
t
0
n

3
s
3
J
o
9208gi  ·
প্রকৃতির কবিতা,"কাজ নাই তাই কাজ"
- সঞ্জয় কর্মকার


কবিতা তো কিছু কথার
                 অর্থপূর্ণ প্রকাশ মাত্র,
কিছুটা আবেগ, আর কিছুটা,
                         কল্পনা লব্ধ
কবিতা দিয়ে আঁকা যায়,
                           মানচিত্র ও।


এ প্রান্তে আছে, তারঘেরা তার,
                             ওই পাড়,
ঘন শাল বন তারি, আর,
                      কিছু ঝোপঝাড়।
নদী এক, বহিছে উছল,
                  দুই কূলে দুই দেশ,
ভারতের দিশা, এই কূলে তার
               ওই পাড়ে, বাংলাদেশ।
সরু ফালি এক, পায়ে হাঁটা পথ,
                  গিয়াছে বনেতে চলি,
তমালের সার, তার দুই পাড়,
                  গাহিতেছে কথাকলি।
ভুজঙ্গ এক, এলোমেলো চলে,
                   পথ তারি হতে পার,
মানে না বাঁধন, শাসন সে তার,
                      তারঘেরা দরবার।


আমি চলি পথ, আনমনে চাই,
                   বিকশিত কলি মাঝে,
রচিতে গাহিতে, হৃদয়েতে মম,
                   বরষা মুখরিত সাঁজে।


(শুধুমাত্র বেকার সময় কাটাবার উদ্দেশ্যে যা ইচ্ছে তাই লিখবো বলে লেখা)