Sanjay Karmakar
Founding Members · tguhS1pornsuorg2 ehdrrs ·
"কাজলা দিদি কই"


বাঁশ বাগানের ছায়ার তলে ছোট্ট খোকাখুকি
পুতুল খেলায় মত্ত সবে অনেক হাঁকাহাঁকি।
বড় এসেছে বরযাত্রী সাজো সাজো রব
অনেক মজা অনেক খুশি উচ্চ কলোরব।
রসুই ঘরে রান্না বাড়ি অনেক হই চই
মাগো আমার মনটি কাঁদে কাজলা দিদি কই।


বিলের জলে পদ্ম পাতায় খেলতে যখন যাই
মাগো আমি হাপুস নয়ন কাজলা দিদি নাই।
পদ্ম দলের দল দলেতে জানতে মাগো চায়
একলা আমি কেনই মা গো কাজলা কোথায় ভায়!
বিলের জলে সাঁতার কেটে বলতো দিদি হেসে
ভয়টি কিরে ডুবটি দে না থাকবো তোর ঐ পাশে।
কোথায় মাগো কোন দেশেতে রাখলে তুমি তারে
কেনই শুধু ফুলের মালায়; কাঁদই তুমি মা রে!


রাত্রি ঘন আঁধার যখন তারায় তারায় ভরা
দিদি আমায় বই শেখাতো ধরতো নানান পড়া।
মিষ্টি দিদি কঠোর তখন করলে পরেই ভুল
ঠাস ঠাস ঠাস মারতো গালে টানতো জোরে চুল।
কাঁদলে তখন জড়িয়ে বুকে সোহাগ দিত গালে
তাই তো মা ইচ্ছে করেই; পড়াই যেতাম ভুলে।
ও মা তুমি চুপটি কেন দেও না মা গো বলে
বলোই না মা কোথায় দিদি সেথায় যাব চলে।