Sanjay Karmakar
Founding Members  · 1t2SeponlsSr houraherds  ·
"কালো"
.
কয়লা কালো অনেক ভালো
ময়রা তেলির মনটা
কালো।
কালোজামের কালোয় ভালো
শ্যামলা মা যে জগৎ
আলো।
কালোয় কালোয় আদ্যা মা যে
সৃষ্টি স্বরূপ প্রাণের
মাঝে।
আঁধার কালো হৃদয় দুয়ার
নাই রে মান ঘর ও
বাহার।


"গোলুই গেল গাঙে"
.
কান্তা কাজীর পান্তা খেয়ে গোলুই গেল গাঙে
বদ্যি বলে নাক আর কান ভর না গাজা ভাঙে।
ভরলো ঠেসে আজব দেশে
বদ্যি এবার কইলো হেসে,
রোগ ব্যাধি ওর মুক্তি দিলাম; আমার আপন ঢং এ।


"ধ্যান"
.
ভ্রান্ত পথের পথিক মোরা বিবেক নাহি মান
রুধতে নারি ভ্রষ্ট মোহের গাইতে মোহন গান।
রুধির ধারায় সিক্ত কলি
হচ্ছে মানবতার বলি,
আন বান আর সান শৌকত; পানেই মোদের ধ্যান।


"সাগর মোতি"
.
ভাঙা নায়ে কেহই নারে চাপতে রে ভায় কেহই নাই
সাগর মোতি সুখের দ্বারে হাল মারে রে চলতে ভাই।
একলা চলো সে দাঁড় বেয়ে
আসুক যতই ঝঞ্ঝা ধেয়ে,
গরল ধরা এই দরিয়ায়; অমোঘ অলক লক্ষ্যে তাই।