Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
badge icon
Founding Members
  · 1tSpSuonh soriehrad  ·
যুগল মানবতাবাদী কবিতা, "কান নাই শুনি নাই"
.
হাজেরা কোরেশী অপিঃ-
.
দানে জীবন দানে মরণ
দানেই বাড়ে ধন,
নিঃস্বার্থে করে যে দান
সেই তো মহাজন।
.
দান করে কভূ বসেছে পথে
দেখিনি কাউকে হতে,
দ্বিগুন হয়ে আসে যে ফিরে
দানের বদৌলতে।
.
সৎ পথের রুজি থেকে
মুক্ত হস্তে দান,
মনটা ভরে আত্মতৃপ্তিতে
বাড়ায় যে সম্মান।
.
তোমার দানে ধন্য তুমি
করছো এত বড়াই,
ধনীর ধনে গরীবের হক
এটা তাদের লড়াই।  
.
জীবন সংগ্রামে লড়ছে তারা
তাইতো চিত্র ভিন্ন,
একটি বিলাসিতার বদলে
হাজার মুখের অন্ন।
.
সঞ্জয় কর্মকারঃ-
.
কান নাই শুনি নাই! মিস আমি গেনু টুকি
মগজেতে ঢুকবেনাঃ করলেও ঠোকাঠুকি।
বিলাসিতা কেন ছাড়ি কেন কাঁদ দুয়ারেতে
কাম নাই মই দেই! গড়িবেতে মন মেতে?
.
হাজেরা কোরেশী অপিঃ-
.
মগজেতে ঢুকবেনা সেটাতো জানি আমি
কান নাই গেনু টুকি তোমার তো আছে কমি।
পাকা ধানে দিয়ে মই আছো যে মহাসুখে
বিলাসিতা চলবে কি পাড়ি দিলে পরলোকে?
.
সঞ্জয় কর্মকারঃ-
.
হায় হায় প্রাণ যায় কহ তুমি মিস কিগো!
ধ্যুৎ ত্যারি ল্যাজে প্যাঁচে এক্ষুণি তুমি ভাগো!
মন্দিরে সাত মোন ঘি দধি ঢালি কই
এত ধন তারে দিতে গরিবেরে চুষবোই।
.
হাজেরা কোরেশী অপিঃ-
.
পরের ধনে পোদ্দারী
ছাড়োতো এবার বাপু,
মিছে পুণ্যি লাভের আশায়
গরীবের গলায় চাকু?
ধর্মের নামে ঘি ঢালতে
যদি তুমি চাও,
বীরের মত পুরুষ সেজে
দু'হাতে কামাও।
তখন যদি ঢালতে চাও
যথা তথা ঘি,
তোমার ঘি তুমি ঢালবে
আমার তাতে কি?
.
সঞ্জয় কর্মকারঃ-
.
কান নাই শুনি নাই! মিস আমি গেনু টুকি।