Sanjay Karmakar
Top Contributor  ·
22h  ·

হোক না যা-্তা; আমরা কভূ জাতার কলে রইবো নি
অনুশাসন তার কলে দা, এমুন বোঝা বইবো নি!!
লিপ্ত জুদি না রই ছলে!!
মরবো রে দা খুড়োর কলে,
জাত দিয়ে পাত ভরসে কবেই? আমায় কবি কও-দেখিনি!!


ধ্যান আর জ্ঞানে পদ্মাসনে করলে বসে তর্জমা
সেই ভাতে ছাই পদ্মপুকুর-আমরা বানাই হাত বোমা!!
জ্ঞানের অথৈ পুকুর পারে
খোলামকুচিই ডিমটি পাড়ে,
যতই বলো পাখনা মেলো-সেই পানে মন টাইছি না!!


তুচ্ছ হলেও উচ্চে রই হৃদ আকাশের চমৎকারী
বিবর্তনের ফাঁক গলে আজ-ইভ আদমের বংশধারী!!
চাঁদের হাসি মেঘের দেশে রংমিশালির আলপোনা
দিন গেলে মূক মৌণ সেটাই-আজকে হলো কেলেঙ্কারি!!