(লেখাটি সরাসরি এখানেই লেখা)


ক্যামন অসুধ দিলোই রে বুল; কাব্য নেশা উবেই গেলো
হারিয়ে গেলো দিন গুলি সব, মন গুলানো
ভুলের হুলো।
তড়িৎ সে বেগ কোথায় গেলো-ভাবতে আজি কাব্য ধারা
লিখতে রে সই মসির ধারায়, লকলকে সেই
আগুন ধরা।
এখন ভাবি ডিসুম ঢুসুম খেলতে রে ভাই রক্ত হোলি
তাই তো ভাবি ভগত সিং ই , দাবড়ে রে মন
হলকা তুলি।
তুলির থেকে বুলি ই ভালো; চন্ডালের ঐ রণং দেহি
ভাব খানা মোর ঝড়ের আভাস, লঙ্কা দেশের
দানব বলি।
তুই কী বুল পিছেই র'বি সাথ দিবিনা ভাবলি আজ
তোর মালিকের মালকোঁচা তেই, হলোই রে তোর
কপাল ভাজ।
এসব ছাড়, সামনে দেখি; জীবন তো ভাই দু পলেরই
ভ্রান্ত দিশায় ধনের নেশায়;  মাইয়া তে কস
কথাকলি!
তার চেয়ে ভালো ঘণ্ট বানাই, ধন যাহাদের পিস্তা নেশা
আমার সাথে আয় না আজই, বানাই তাদের
খাস্তা রসা।
রসের বড়া বানায় দিলে আস্ত সমাজ খাবেই জোসে
কমবে কিছু ধরার বোঝা, সব ভুলে আয় আমার
পাশে।