Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
badge icon
Founding Members
  · JutsSSiatpon nsrofhfStroewde  ·
যুগল ছড়া কবিতা, "খেলাঘর"


বোরহানুল ইসলাম লিটন :-


ছোট্ট খুকি ভর দুপুরে
পানসে করে ধুলি,
মান পাতাতে রাখছে গড়ে
মন্ডা পায়েস পুলি।


তাই দেখে বেশ জোরসে ডেকে
বললো দাদু জোশে,
আয় দেখি বোন এক পাতে ভাত
খাই দু'জনে বসে!


বললো খুকি আড় নয়নে
মুখটি করে বাঁকা,
আজ যে আছি ব্যস্ত আমি
আর যাবে না ডাকা।  


ফের দিলে ডাক দুষ্টুমিতে
বকবো দিয়ে আড়ি,
ক্যান বুঝো না কন্যে জামাই
আসছে আমার বাড়ি।


সঞ্জয় কর্মকারঃ-


হাঁড়ি পাতিল ব্যাস্ত খুকি
আছে অনেক কাজ
মাংস পোলাও কোরমা পায়েস
রাঁধতে হবে আজ।


একটি নুড়ি ইলিশ ভাজা
একটি তার ঐ পুলি;
কাঁঠাল পাতার কাটা কুটির
মাংস রাখে তুলি।


শেষমেশেতে হাপসে উঠে
সাঙ্গ হল রাঁধা;
আসছে না ক্যান জামাই রাজা
কুঁচকে ভুরু সাধা।


দাদুর ডাকে চমকে উঠে
ভাঙলো তার ঐ ধ্যান;
জড়িয়ে দাদুর গলায় খুকু
ছোটায় চুমুর বান।


বোরহানুল ইসলাম লিটনঃ-


বললো দাদু বল দেখি ক্যান
চিন্তা করিস তুই!
কাল দু'জনে চাঁন্দে যাব
কিনতে খানিক ভুঁই।


সেথায় গড়ে মস্ত দালান
রাধবো খাবার রোজ,
একপাতে তা করবো দু'জন
খোশ খায়েশে ভোজ।


আসলে কভূ দুষ্টু জামাই
আটকে ঘরের খিল,
জানলা দিয়ে উড়াল দিবো
বাজ সেজে আর চিল।


জব্দ হবে জামাই বেটা
ঝরবে চোখের জল,
হাবলা মুখের ঢক দেখে তোর
লাগবে কেমন বল??


সঞ্জয় কর্মকারঃ-


দাদু তুমি মিষ্টি দাদু
চলো চাঁদেই যাই;
দুষ্টু জামাই কাঁদবে সেথায়
কি মজা! তাই তাই।


হুলোয় নিব সঙ্গে আমার
বিট্টু যাবে সাথে;
নইলে ভভৌ করেই দাদু
মরবে দিনে রাতে।


চাঁদের দেশের চরকা বুড়ি
তার ঐ হবো সাথী;
দাদু তুমি রকেট আনো
আজ ওই যাব রাতি।