“আগুন দল”


আজিকে আকাশে ক্ষুদিত পাষান মর্মর তান ধরা,
অশ্রুর ধারা সুলভে বিকায়
বিকার হেলায় গড়া।
পাপের ঘড়া পূর্ণ আজিকে বিষাক্ত হলাহল,
মুখরিত গীত বেদনার রঙে
জাত পাত কোলাহল।
বিদীর্ন হৃদয়েতে লহুস্রোত ঝরা কান্নার ধ্বনী,
শিশু কচি প্রাণ বেদনার গান
আজিকে আকাশ শুনি।
গৃদ্ধ আজিকে হরিতে ধরনী মানব পতিত বঞ্জর ভূমি
আজিকে পাষান সোপান তলেতে
বেদনার গীত বুনি।
রক্ষ রিপুতে অনল ঝরায় হুহুঙ্কারে কাঁপছে ধরা,
দানবতার আতর গায়, মানবতার
প্রাণ সে হরা।
হরিত ক্ষেত্র লোল্যুপ আজি লোহিত বরণ রঙ
চৌদিশাতে লক্ষ রাবণ
শঠ শঠতার ঢঙ।
কাঁপছে মাতা কাঁপছে শিশু ভগ্নী তনয় মোর,
আজিকে প্রহর ডাকিছে কবি
আনিতে ঊষার ভোর।
আজিকে ঘনায় ঈশাণ কোণে খরো বায়ুর বইতে বেগ,
ভাঙতে আলয় প্রানের নিলয়
অশনিত করাল মেঘ।
রিক্ত আজিকে বসুমাতা প্রাণ বিভাবসু নাই শান,
দিকে রবে হায়েনারা, কেড়ে নিতে
শত প্রাণ।
আজিকে সে পল হাঁকিছে কবি সন্তান সবে বীর,
আজিকে খেলিতে রক্ত হোলিতে
দুর্জনে কাঁটিতে শির।
প্রতিরোধে আর প্রত্যাঘাতে বধিতে সমরে আজি,
রক্ত সোপান মারিয়ে সে প্রাণ,
প্রাণের ধরিতে বাজি।
গেরিলা বাহিনী আজিকে গড়িতে হরিতে দুখের পল,
আয় রে আয় সোপান তলে
মায়ের ডাকেতে চল।
পুকারিছে মাতা ঘন রবে শোন কান্ডারি সাথী হতে,
ঝড় ঝঞ্ঝায় ডুবন্ত নায় আজিকে
মানব উদ্ধারিতে।
জাত পাত ভুলে আয় রে সকলে সবলে হানিতে ঘাত,
আজিকে বসুধা হেরিতে চাহে রে
বীরের প্রত্যাঘাত।
কাননেতে অলি রক্ত বরণ শত ঘাতে লহুঝরা,
প্রাণের কিনারেতে কাঁদিছে তনয়া,
কৃপাণ ধরিতে ত্বরা।
ওঠো জাগো, জাগো বীর রঘুবীরে করিছে আহ্বান
রক্ত হোলিতে খেলিতে আজিকে
দানিতে শতেক প্রাণ।
হিন্দু কি মুসলিম খিস্ট্রান জৈন, ইসাই কি পারসিক
জাগো জাগো জাগো আজি,
ঘুচাই সে তামসিক।
যুগে যুগে কালে কালে ঊষার পানেতে উত্থান তব বীর,
সে গাঁথা কি ভুলিছো আজিকে,
আজিকে নেহারি শির।
আর দেরী নয় আজিকে প্রলয় শিরায় শিরায় বল,
রক্ত ধারাতে আজিকে ঝরাতে
গড়িতে আগুন দল।