“তোমার সোনার থালায় সাজাব আজ”


তোমার সোনার থালায় সাজাব আজ
দুঃখের বারিধারা, অযুত নিযুত কম্পিত হৃদ
আর এক আকাশের দুখ
সিতারা।
তোমার সোনার থালায় সাজাব আজ।
তোমার সোনার থালায় সাজাব আজ
বঞ্চনা গান গীতি, শঠ সে সোপান
খল ছলনা আর সে শোষন
প্রীতি।
এক আকাশের আলোক সুধা
কাড়তে ওরে খল, ছিনতে হৃদ
আর যা কিছু, সহায়
সম্বল।
দীন গরীবের ভূম কেড়েছিস
ঘুম কেড়েছিস শ্বাস, ভগ্নী তনয়
আর মাতারই, লাজ কেড়েছিস
বাস।
স্বপ্ন সোপান গড়তে তোর ওই
সোনার থালার ভাজ, আর মহলে
দাস দাসি গান, করতে ধরায়
রাজ।
আজ এসেছি প্রভুর বলে, ফরমান তার
তোরই পর, ভাঙতে মহল শান আলিশান
টানতে খিঁচে পথের
পর।
আজ সাজাব সোনার থালে-রক্ত লহু
কৃপান তল, করতে হরণ দীন দুঃখীর
মর্মে ধরা বিষের
দ'ল।
তোমার সোনার থালায় সাজাব আজ
দুঃখের বারিধারা, অযুত নিযুত কম্পিত হৃদ
আর এক আকাশের দুখ
সিতারা।


আমার লেখাটির আমার করা ইংরাজি অনুবাদঃ-


Today I will dress you up with
The pain and sorrow and
The feeble heart of the victims
To your golden fate
In your life.
I will dress you up today
With the deprivation and the cruelty and
The exploitation that you have
Extended to the society
Till now.
You have robbed the peace of mind
Of the people by and your brutal activities
Robbing their properties
Those who are helpless
In the society.
You have taken their land by deception
Even you took the awe of the mother and
Innocent sister by and with your brutality
To make your golden dream
To come a success;
To conquer the world and to lead
A lavish live with so many
Maid and maidens.
Today, I come to you
With an appropriate order of the lord almighty
To seize your brutality and to rase
Your high rise building and
To throw you into the
Street.
Today I will dress you up
With the stream of blood of the victims
In your golden fate of your life.
Today I will dress you up
With the stream of blood of the victims
In your golden fate of
Life.


মর্মব্যথা


মর্মব্যথা যেন জাগিছে অন্তর হলাহল চলে বয়ে,
নীড়হারা শাখ কাঁদে নিরবেতে
কাকলি গুঞ্জন
মোহে।
সুরভি আজিকে বসন্ত নাহি বন্ধন হলো দ্বার,
অশ্রু নিরবে প্রাণেতে বহিতে,
সহিতে দুখেরে
বাঢ়।
ভুলেছিনু ধরা পথিক চপলা শৃঙ্গ হেরিতে ধরা,
টুটিল সে তান বেদনার গান
আজিকে হৃদয়
হরা।
রিক্ত মেদিনী সিক্ত সে আজ কপোল বহিছে ধারা,  
ভৈরবে আজি হৃদয় ভাঙিতে
অঞ্জন কায় পথ-
হারা।
ভাঙিছে পাল মাস্তুল নায় বৈঠা গিয়াছে টুটি,
অশান্ত বায় গর্জনে তায়
চমকে অশনিত
দ্যুতি।
প্রাণের সোপান কাব্যের পল পণেতে হৃদয় বাঁধি,
আসুক তুফান আসুক না ঝড়
ভৈরব ঘন
আঁধি।
ঊষার পানেতে বহিতে নাও শক্তি সোপান তল,
হিম্মত ধরা মুষ্টিতে মম
হৃদয় সেধেছি
বল।


“কোলা ব্যাঙের ছা”


হুম। আর কি বাকি! দিচ্ছে ফাঁকি,
কোলা ব্যাঙের ছা,
মিটিং মিছিল ন্যাতা স্যাতায়
শহর নগর
গাঁ।
ছাদনা তলায় হুতুম প্যাচা
জনগনের চল,
চাকরি নাই কাম কারবার
ন্যাতার পিছে
ঢল।
জন দরদী ন্যাতার খোয়ার
বস্তা পচা কথার সাঁজি,
জিতলে ভোট পাল্টায় ভোল
পটকা বোমায়
ডিগবাজি।
আর শানেতে চাক্কু ছুড়ি
টঙ এর মাথায় ধরতে মান,
গনতন্ত্র হেলায় বিকায়
বাজায় ন্যাতা দ্যাসের
গান।
বুঝলেন কত্তা।