(আজ কারও লেখা পাঠ করতে পারি নাই, অসুবিধা ছিল। তাই খেয়াল ছোট্ট করেই শেষ করলাম)


“কেউ ছাড়া পাবেনা”


কেউ ছাড়া পাবেনা! কেউ ছাড়া পাবে না যারা-
যারা এ পবিত্র ভূমে আপামর জনে
ছড়িয়েছে বিদ্বেষ বাণী, কালিমালিপ্ত গিরি কন্দরে
হৃদয় এঁকেছে গ্লানি, বড় অভিমানী,
সে যে বড় অভিমানী। তাহারি শ্বাসেতে,
প্রলয় বাসেতে বাজিছে ঢঙ্কা, রুদ্র প্রলয় শিখা,
শিরায় শিরায় প্রদাহ জ্বালা
কুপিত ভালেতে রেখা।
কুঞ্চিত ভ্রু গনগনে আঁখি চকিতে হানিতে ঘাত,
দূর্জন আজি শুনিতে কি পাস
প্রলয় নাচনে ভবনে ভুবনে
হানিতে প্রত্যাঘাত।
কেউ ছাড়া পাবেনা! কেউ ছাড়া পাবে না যারা-
যারা এ পবিত্র ভূমে আপামর জনে
ছড়িয়েছে বিদ্বেষ বাণী, কালিমালিপ্ত গিরি কন্দরে
হৃদয় এঁকেছে গ্লানি, বড় অভিমানী,
সে যে বড় অভিমানী।