ক্ষমতার দম্ভ যথা
পতন নিশ্চিত তথা।


কিছু কিছু প্রাণ
কাঁকড়া সমান।


স্বঘোষিত কবি
ডুবে যায় রবি।


রবিকরে দিবা
রাতে নাই দেবা।


রাত কী জানে জোনাক আলো
পুড়ে যায় ভাল রাতের কালো।


রবি উঠে পূবে
পশ্চিমে ডুবে।


প্রাণ উপকূল
সব ই ধরা ভুল।


তাড়স্বরে কাক
করে হাঁকডাক।