Sanjay Karmakar
Top contributor  · 20h  ·


আমিনার ঘরে চাল বাড়ন্ত তো কী!
চাঁদ তো এলো হাতে।


রঙিন মোড়ক মুড়লো ভারত
আমজনতার চড়লো পারদ
নারদ নারদ  বোল তুলে ভাই
কি আর হবে বলো!!


বাপীর বাপে খনির মজুর
কয়লা খাদান তায়
ঘর চলেনা দিন পনেরো
মজদুরি যা পায়।


ন্যায় নীতি নাই নায়েব মশাই
নরেন খুড়োর মলে,
নিত্য স্ফীতি দ্রব্যে আগুন
কি হলো তা বলে!!


পাল তুলে দে হাওয়ায় তরী
চাঁদ কিবা ওই বিভাবরী
লাগাস না ভাই আঁতে,
রাজার ধনে গগন পানে
ছুটতে দিনে রাতে।


লগন এলে ত্রিপল ফেলে
ঢাকবো তমস তাকে।
জৌলুসে দিক ভরবে আলো
দেশ আর জাতি মান বাড়ালো
আজ এই শুভ প্রাতে।


আর জনতা-
বাঁচলো কিবা মরলো রে ভাই ভাতে!!
চাঁদ তো এলো হাতে।


(দিল্লিতে হতে চলা জি-২০ বৈঠকে আর বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি উঁচু দেখাবার জন্য দিল্লির সমস্ত বস্তিগুলি ঢেকে দেওয়ার পরিপ্রেক্ষিতে লেখা)