ঝর ঝর ঝর বইছে শ্রাবণ গাইছে দুখের গান
গরল বায়ুর তীখ্ন ছোবল মন হলো
আনচান।
চাঁদের দেশে করাল গ্রাসে স্তব্ধ হলো হিয়া
বাইশ শ্রাবণ তিমির ঘনায় বুজলো প্রাণের
দিয়া।
প্রেমের ঠাকুর প্রাণের গানে জীবন যাহার পণ
স্বপ্ন দিয়ে বাঁধতে সে দেশ সাধলো মসির
বান।
সেই বানেতে ভাসলো শহর-বিশ্ব বাসির মন
বাদ্য আর গানেই মাতে বাড়লো দেশের
মান।
আজ দিনেতে আঁখির পাতে ঝরলো বারির ধারা
প্রয়াণ তার ই ঘুচলো বাঁধন সেই আকাশের
তারা।
প্রণাম জানাই বক্ষে ধরি তোমায় সমাদরে
দিও আমায় কন্ঠ তোমার রাখবো তারে
ধরে।


"দিয়া"


আজ যা আমার আগে কারুর; পরে কারোর হবে
বিষয় আসয় বিত্ত ও ধন, পিছেই পরে রবে,
রাঘব বোয়াল হতেই কেবল-ছল চাতুরি করি
সত্য যা তা; তাই বুঝি না, কিছুই সাথে যাবে।


জীবন তেমন কর্ম যেমন বৈতরণীর খেয়া
দিশা তার ঐ জাহান্নমে, বুজলে তার ঐ দিয়া।
মানবতায় গড়লে জীবন বৈতরণীর পাড়
স্বর্গ সুখে ওই পাড়েতে বাঁধতে সে গড় হিয়া।