Sanjay Karmakar
Jtosed3
u
w
o
0
s
04
t
l
n

i1ffgc
  ·
"কপোতাক্ষ নদ"
(কবি মাইকেল মধুসূদন দত্ত যেখানে তার কবিতা,"কপোতাক্ষ নদ" শেষ করেছিলেন সেখান থেকে আমার কপোতাক্ষ নদ কবিতা শুরু। উপরের লেখাগুলি বা স্টাইল আমার লেখা বা করা  নয়। ফেসবুক গ্রুপ থেকে কপি করে পেষ্ট করতেই আপনা আপনি এমন হয়ে যায়। তার লেখা কবিতাটির লিঙ্কঃ https://www.bangla-kobita.com/madhusudan/koptakkonod/ আমার লেখাটি পাঠ করবার পূর্বে তার লেখাটি পাঠ করে নেবার অনুরোধ রইলো। তিনি তার কবিতায় আশঙ্খা প্রকাশ করেছিলেন যে তিনি হয়তো আর তার স্বদেশভূমিতে ফিরে আসতে পারবেন না। কবির সেই আশঙ্খা আমি দূর করে তার স্বদেশে ফিরে আসবার গভীর প্রত্যয় ব্যক্ত করেছি।)


তব ধ্বনি কোলাহলে, স্মৃতি জড়া মোর
শয়নে স্বপনে, নীরবে রোদনে, তব বাহুডোর;
হেরি তব বারি কর, নিমীলিত আঁখি,
প্রবাসে পুরিতে, সাধনে লিপিতে, ঊষা যবে ভোর।

যেমতি চাতকে, বারি তারি গীতে, হাহাকারে চায়
তেমতি যাতনা, প্রবাসে আজিকে , মম প্রাণে ধায়।

শ্রান্ত এ হৃদ মম, তব বারি, দুগ্ধ স্রোতরূপী
প্রজারূপে রাজরূপ, মম মাতৃ ভূমি স্তনে,
হেরিয়া পুলকে, পাই অনুভবে, নিশারো স্বপনে
মাতিয়া সে গীতধ্বনি, তব কলোকলো তানে।


আবার আসিব ফিরে, তব নীড়ে, কহি মন্দ স্বরে,
হে নদ কপোতাক্ষ, তব মাতৃ সম ক্রোরে।
প্রেম সুধা বারি তব, এ বঙ্গজ সন্তান
শ্রেষ্ঠ হে নদ, কপোতাক্ষ, তব প্রেম মাতিয়া ভুবন।