Sanjay Karmakar
Top contributor  · 21h  ·


কতকাল আর কতকাল ধরার এ তল-মাতাল হবো প্রিয়া
তমার আঁধার খুঁজতে তোমায় বিদ্ধ হবে হিয়া!!
কাজল আঁখি প্রেমের সে ধন হারিয়ে গেলে কোথা
লহর তার ঐ বইছে হৃদয় এক আকাশের ব্যথা।


আজ গগনে নাই কো তারা জোনাক জ্বলা রাতি
রক্ত লহু ফুটছে ক্রোধে নেশায় আঁচল পাতি।


কনক সে তার বর্ণ হরণ কেনই দিলে রণ
তবুও তোমার স্মৃতির তলে জড়িয়ে আমার মন।
কানায় কানায় রক্তে আমার তোমার প্রেমের ছোঁয়া
লপ্ত আজি বিষাদ বারি বুঁজলো কেনই দীয়া???


(এক্রোস্টিক কবিতা যার সব গুলো পঙক্তির আদ্যক্ষর মিলে একটি নাম বা অর্থবোধক শব্দ বা বাক্য তৈরি হয়।)