রবেতে কাঁদিছে হিয়া বেদনা ও জ্বলনেতে
নাহি কেহ আশে পাশে গুরু ভার স্খলনেতে।
উদাসীন রহে নিধি কাল সে তো বহমান
অব্যক্ত ব্যথা বুকে নীরবেতে
কাঁদে মন।
করাল সে কালো ছায়ে ভৈরবে তান্ডব
শত আশা ডুবে জলে কুরু আর পান্ডব।
গান্ডিবে ছিলা টান বিষাক্ত হুঙ্কারে
গৃদ্ধের বুলি রবে বিষ ঢালে
বারে বারে।
ক্ষরো বায়ু বহমান ঘূর্ণিত ধূলা রাশি
দূর আজি দূর অতি নাই ভালো বাসা বাসি।
হায়েনার হাসি রবে হাহাকারে মেদিনী
আগু পিছু নাহি কিছু রব শুধু
ক্রন্দন ই।