Sanjay Karmakar


  · D7euc24ec2mbe6tr 233214p, 20n1s21l at 9:401 gmdi1A8M  ·


জীবন আজি খাদের কানায় নিত্য নতুন সংযোজন
আজ সরিষা তেলের দরে কাল গ্যাসে হয় লঙ্কা ফোড়ন।
লম্ফ দিতে পেঁয়াজ রাজা মন্ত্রী মশাই সাধেন রণ
পাল্লা যে দেয় সবজি সাথে উচ্চ সবার নিত্য কাহন।
রাজার রাজা নিচ্ছে মজা জামাই তার ঐ দোসর ভাই
দেশের টাকা বিদেশ উড়ে ব্যাঙ্কবাবু আজ কাঁদছে তাই।
নাকের জলে চোখের জলে দেখছি আজি সব ঘোলা
বাবা বলে আর পারি নে, রাগ করে দেয় কান মোলা।
এমন কিছুই চাই নি আমি, একটা স্কুটির জিদ ছিল
এটুক শুধুই শুনেই আগুন, আগুন ঝরা মার দিল।
মা যে আমার পরম স্নেহ আমার সনে কাঁদতে রয়
সেই দেখে মন শ্রান্ত যে হয় জিদ আর আমার থাকতে নয়।
তাই তো ভাবি চা বেচে ক্যান শিক্ষা নিয়ে অনেক উঁচু
আর ওয়েটার টেবিল মোছে গ্যাজুয়েট ওই পাড়ার বেঁচু।


আজ একটু বাদেই কোলকাতার ট্রেন ধরবো। দুই দিন মোবাইল থেকে যতটুকু পারবো। ধন্যবাদ।