Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
n1 tmSidpornsonreodSg  ·
যুগল রম্য ছড়া কবিতা,"লেই"


"আমির হোসেন"


এতো রাতে কোথা থেকে কিসের হয় আওয়াজ?
বোমা ফাটলো কই? নাকি পড়লো কোথাও বাজ!
ঘুমের ঘোরে হটাৎ রাণী
আঁৎকে উঠে খেলেন পানি
তোরা কে কোথায় আছিস? কি হয়েছে বাইর?
ডিউটি রেখে ঝিমাও ঘরে? দেবো কঠিন মাইর!


রাজ্য জুড়ে খবর রটে আজকে রক্ষা নাই
রাণীর সুখের ঘুম ভেঙেছে কেমনে নিস্তার পাই!
শান্ত্রী মন্ত্রী উজির নাজির
পড়িমড়ি দৌড়ে হাজির
কার'বা এতো সাহস? কে ভাঙালো ঘুম?
এক্ষুণি তায় ধরে এনে পেটাও ধুমাধুম!


সকল প্রজা জড়ো হলো মুখে ভয়ের ছাপ
কোন হারামী ঘুম ভাঙ্গালো কে করিল পাপ!
সব বাহিনীর প্রধান এলো
গোপন ঘরে মিটিং হলো
খতিয়ে এখন দেখতে হবে কে'বা কাদের দোষ
কাদের এতো দুঃসাহস হয়, কি'বা রুদ্র রোষ!


নেংটি ইঁদুর খাবার খুঁজতে ঢুকে ছিলো ঘরে
খাবার নিয়ে ঝগড়া-ঝাটি, টানাটানি করে
তাতেই একটু শব্দ হলো
সুখের নিদ্রা ভেঙ্গে গেলো
তদন্তেতে পাওয়া গেল এই ছিলো কারণ
ভয় কাটিয়ে রাণী এবার কাজে দিলেন মন।


"সঞ্জয় কর্মকার"


এ গাঁ ও গাঁয় রটলো খবর রাণীর সাধের ঘুম
নাচন কোদন গাওন শুরু নেংটি ধরার ধুম।
বদ্যি দিল পাচক বানায়
ছড়ায় ছিঁটায় কোণায় কোণায়,
ঘর ও বাহির বাদ পড়ে নি, রাণীর মহল রুম।


দু'দিন যেতেই আস্ত ভাগার ঘ্রাণ সে কটু অতি
আকাশ বাতাস ভাসলো সে বাস মরা ইঁদুর পূতি।
রই রই রব উঠলো গাঁয়
বদ্যি ব্যাটা ভয়েই চায়,
দারুন ভয়ে কুঁকড়ে সে রয়, দৃশ্য পটে ক্ষতি।


হাঁকলো হাকিম বাজ সে স্বরে; বদ্যি ব্যাটা কই!
মগ ডালে সে লুকিয়ে ছিল সান্ত্রী আনে মই।
বিচার শালিশ
হইলো মালিশ,
তারে ধরেই খাওয়ায় দিলো, পাচক নামক লেই।