"লেখনী দান"
(গতকাল রাতে ইন্টারনেট ছিন্ন হবার কারণে প্রকাশ দিতে পারি নাই। আন্তরিক ভাবে দুঃখিত)


নিহারিতে হায় আজিকে নিধানে ধ্বংস প্রলয় গান
সৃষ্টি বিনাশে মেদিনী সকাশে নিরসন হতে প্রাণ।
হরণে তাহার ই বিদুষী বরণ ই হরিতের সমারোহ
অরাজক গণ হরিতেছে হায় বৃক্ষ ও
মহীরুহ।


প্রাণ বায়ু দায় কাহার ই বিধায় শুধাই বিজ্ঞজনে
গড়িতে শহর, নগর বন্দর ধাম মহীরুহ অবসানে!
ধূম্র করাল ছায়িছে ধরণী হলাহলে ধরা বায়
সমাজ বিধানে বিষের প্লাবনে দিকে দিকে
অন্যায়।


সৃষ্টি যেথায় রুধিত প্রায় করাল সেথায় ছায়
ধ্বংসের বীণ বিনাশীতে হায় প্রলয় পানেতে ধায়।
সমাহিত চিতে সৃজনে ভূপতি ধরণীর কোণে কোণে
অমলিন রূপে শোভিলেন তাহে প্রাণের
অন্বেষনে।


আজিকে মানবে মূরতার সনে গাহিতে আপনো গান
বনানীর কোল বন্ধ্যা রচিছে বন্য সে
সহাবস্থান।  


বাস্তু আজিকে শাস্ত্র রহিত মলিনতা তাহে ছায়ে
বিনাশী সুরেতে প্রলয় ধাবিত; তাই তান্ডবে অবনী কায়ে।
সৃষ্টি বিনাশে মেদিনী সকাশে নিরসন হতে প্রাণ
বেদনায় লয়ে লেপিতে কালিতে কবির
লেখনী দান।