অনেক কবিই বলে থাকেন আমার কবিতার মানে তাদের বুঝতে খুবই অসুবিধা হয় বা বোঝেন না। আলোচনা বিভাগে নিজের কবিতার বিশ্লেষণ নিজে করবার আজ্ঞা নাই আর যে সকল বিশেষজ্ঞ কবি যারা অন্যের কবিতা বিশ্লেষণ করে থাকেন আমার লেখা কবিতা কোনদিনও বিশ্লেষণ করেন না। এমতাবস্থা থেকে মুক্তি পাবার উপায় শুধুমাত্র আমার নিজের কবিতার মানে বা বিশ্লেষণ আমাকেই করতে দেওয়া হোক। কেন অনুমতি দেওয়া হবে না তার পিছে কি সুনির্দিষ্ট কারণ রয়েছে তা আমাকে জানতে দেওয়া হোক, বিনীত প্রার্থনা করছি। বিনীত আপনাদের প্রিয় বা অপ্রিয় সঞ্জয় কর্মকার।