।              রবি ঠাকুর -লহ প্রণাম-
              আমি তুচ্ছ তুমি বটবৃক্ষ
                 ছায়া ঘন তপোবন।
     তোমারই কথায় তোমারই গাথায়-অহর্নিশি-
                   ভাব কবিতায়-
                 সতত করি বিচরণ।


              আমি নগণ্য-তুমি নমস্য-
              তব হৃদ মাঝে দাও স্থান-
          তোমারই কথায় তোমারই ভাষায়-
             যেন সদা লিখি বারে পাই।


              তুমি দীপ্তি তুমি পরিতৃপ্তি
               তুমি অমৃত ঝরা সুধা
           তোমারই কথায় তোমারই গাথায়-
                    নাচে গানে-
                  সুমধুর এ বসুধা।


                  তুমি ব্যাপ্ত ভুবন-
          আমি ক্ষুদ্র নগণ্য অতি সাধারণ-
                 তব আশীষ মাগি -
                   হৃদয়েতে তব-
                     দাও স্থান।


              হে ঠাকূর -লহ প্রনাম।