"মোঃ মিজানু্র রহমান (সোহাগ)"


ঘটনা কি যে অন্তর জ্বালা পেয়ে আমি তোমায় অবেলা
উদাসী করিলো আমায় তোমার মায়াবী হাসিতে,
চেয়ো না সুনয়না চেয়ো না ওই বাঁকা চোখেতে
জানিতে নাহিগো বাকি কি যাদু আছে তোমার আঁখিতে।
প্রথম প্রণয়ে ভীরু আমি যত অনুরাগ ততই লাজে মরি
ভালোবেসে চুপিচুপি তোমার ললাটে চুম্বন করি,
যেটা করেছিলাম সেটা নয়তো মোর অপরাধ
আমি শুধু ভালোবাসার উন্মাদনায় হয়েছিলাম উন্মাদ।
ভালোবাসার আঙ্গিনায় দাড়িয়ে
আনমনে দু'হাত দাও বাড়িয়ে,
অনুভবে যদি শিহরিত হয় তোমার মন
বুঝে নিও তোমারই পাশে আছি সারাক্ষণ।


"সঞ্জয় কর্মকার"


ওষ্ঠ তোমার সুধার সাগর
                   ললাট দিলাম চুমে
চাই গো তোমায় সোহাগ আমার
                    ভালোবাসার ভূমে।
কাজল তোমার আঁখি পাতে
                   সাগর তোলে ঢেউ,
এই পৃথিবী অবাক পুরি
                    আর কী এমন কেউ!!
দীঘল তোমার বক্ষ উদার
                    সুরের ঝলক ঠোঁটে,
পাল তুলে নাও সখী আমার
                    আসবে আমার ঘাটে!
তুফান যদি ভাঙলো বাসর
                    হৃদ সাগরে মোর,
রইবে বুকে ভুবন ডাঙায়
                     শূন্য রবে দোর।
ললাট লিখন ভাগ্য হে মোর
                     আল্লাহ দিলে সাথ,
মিলবো সাগর মোতির দেশে
                     ধরবো তোমার হাত।