Sanjay Karmakar
5 hrs  ·


মা জননী পরম অতি তার চেয়ে কেউ বড়
নাই জাহানে স্বর্গ সেথা পূজন তাহার করো।
সৃষ্টি তিনি সৃজন তিনি অরূপ রতন ধন
জীবন মরণ সকল তাহার, আমার আরাধন।


তড়িৎ তিনি হরিত তিনি সবার তিনি সেরা
স্নেহের আকর হৃদয় আকাশ ভালোবাসায় ঘেরা।
মমতার ওই দ্বার সে পরম, তপোবনের ছায়
অপত্যর ওই সুখের লাগি জীবন দানে মায়।


শৈশব ও কৈশরেতে; তার ওই আঁচল ছায়
শিক্ষা তার ঐ মধুর কভু, কঠিন কঠোর হয়।
প্রহার কভু শাসন তাহার ভাষণ তাহার কড়া
তার সে পরম কৃপার সে দান; জীবন মোদের গড়া।


আচার বিচার শ্রেষ্ঠ তাহার তাহার করুণা
নাই জাহানে তার চেয়ে বেশি; তোমার আমার মা।
অপত্য হয় ধন সে তাহার, তাহার লাগি প্রা্ণ
আর কিছু নয় শ্রেষ্ঠ ভবে; মায়ের অবদান।