মায়ার জগত ছল চাতুরি যখন লাগে ব্যথা
দু চোখ ধারা কপোল ভিজায় দুখের কতকথা।
কেউ তো আজ দেয় না সাথ যখন আমি কাঁদি
হাজার শতেক তীক্ষ্ণ বাণে শক্ত কঠিন ফাদ ই।


ভাবতে চলি সজল চোখে ছোট্ট কালের দিনে
রইতে কঠিন সইতে কঠিন মায়ের আঁচল বিনে।
ব্যথায় প্রাণ কাঁদলে সাহস মাথায় দিতে হাত
আঁচল তলে প্রেমের জলে দিতেই আশীর্বাদ।


তন্বী যুবা যখন ছিলেম প্রেম যমুনার জলে
বুঝত মায়ে হৃদয় কথা দুষত পাজি ছেলে।
সেই কথাটি আজ ও কাঁদায় 'পাজির পা ঝাড়া'
তেমন প্রেমের কথা মাগো দেয় না এখন ধরা।


আজ আকাশে পাই যে ভেসে তোমার আলাপন
চোখের ধারায় খেই হারিয়ে অশ্রু সম্বরণ।
কাছে থেকেও দূরেই থাকি বিধাতারই বীণে
জীবন রনন বাজিয়ে ভেরী দুখের ভরা গাঙে।