Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
badge icon
Founding Members
  · JltdguSpsofnsiihort nsesowad  ·
যুগল রম্য রচনা, "মান সম্মান"
.
শ ম শহীদঃ-
.
শুনবু নাকি-সেই ঘটনা-ই?
শুন তা-হলে কই,
হামার বয়স তক্ষন মোটে
উনিশ হইবো বৈ!
বাপের সাথে চুরি কত্তে
গেছিলাম এক রাতে,
সিঁদ কাইটবার শাবলখানাও
ছিলো হামার হাতে।
.
গিরির বাড়ির পেছন দিয়ে-
খনন কইরবার পরে,
হামি রইলেম বাইরে দাঁড়ায়
বাপে ঢুকলো ঘরে।
হটাত কইরে ধস্তাধস্তির
আওয়াজ আইলো কানে,
বুঝবার পাইরলাম বাপে নিশ্চয়ই  
হারিছে এইবার মানে।
.
হাতের শাবল ছুঁড়ে ফেলে-ই
দৌড়ে পালাই হামি,
মানীর সম্মান বাঁচাইলো দয়াল
যেই জন অন্তরযামী!
তখন থেকেই বাপে হামার
পঁইচে মরছে জেলে,
মান-সম্মান লইয়েই হামি
দিব্যি রইছি ছেলে!
.
সঞ্জয় কর্মকারঃ-
.
সিঁদ কাটি বাপু মোর চুরি করে বাবুদের
পিছে আমি চুপি চুপি বস্তায় ভরিবেক;
এই ছিল তয় তাই তারি সাথে চুরি যাই
লুটে লই দুই জনা যাহা কিছু ধন পাই।
.
সেই দিনে বাপু মোর সিঁদ দিল মহাজন
বস্তায় ভরি লই মহাজনে টানে কান।
বাপু বাপু বলিহারি আশপাশ সে তো নাই
লাঠি হাতে গুঁতোগুঁতি হাড় ভাঙা কথা ভাই।
.
রটি গেল সারা গ্রামে একে একে সবে দেয়
তারি মাঝে বাপু ওরে আমারেই লাথি দেয়।
বাপু তার সম্মান; চট থলি ভরি লয়
হাঁক ডাকে কয় সবে; আজি হতি ছেলে নয়।