তোমরা যখন গোলাপ বাগে সুবাস দিয়ে মেতে
আমি তখন ঘরের কোণায়-দাওয়ায় আসন
পেতে।
ইচ্ছে হলেই যায় কী পাওয়া ফুলের সুবাস ঐ
মালায় গাথা রেশমী সুতোয়; গোলাপ কী বা
জুঁই!
হারিয়ে সে মন দুখের জলে মনের আঙিনায়
ভাবতে চলি গাইতে কলি, জীবন তারণ
হায়!
ইচ্ছেগুলি মিলতে ডানা নীলাকাশের নীলিমাতে
হৃদয় নদের উছল ধারায়, দেয় যে সদাই
আসন পেতে।
না পাবার ঐ দুখের সাগর বইছে তুমুল হায়
মন রোদনে যায় কী পাওয়া-হৃদয় যাহা
চায়!


(যাবার খুবই ইচ্ছে ছিল কবি সম্মেলনে। কার্য কারণে সে উপায় হলো না। লেখাটি সরাসরি এখানেই লেখা।)