আজ কে ধরা অবাক করা বন্ধু সে আর কই
বৈরীতাতেই বাঁধন কশা হর এক ঘরেতেই।
ইষ্টি কুটুম মিষ্টি কুটুম বাহির ধরা সাজ
ভিতর গেলে দেখলে খুঁজে লাগবে শরম লাজ।
স্বপ্ন সাধের স্বর্গ সম ঘর সে সবাই চায়
খান খান হয় স্বপ্ন ভেঙে ন্যুব্জ আজি ন্যায়।
চৌদিশাতেই অমানিশা চোরা স্রোতের বান
ঝগড়া ক্যাচাল মারামারি করুণ ধরা গান।
ভাঙছে বাসর ভাঙছে বাটি ভাঙছে বাঁধন দোয়ে
চলছে সে রণ রাত্র দিবা সুবাস ক্ষয়ে ক্ষয়ে।
নাই কো আজি ভাব এর ভাষা ভালোবাসার দ্বার
ঘোর কলি আজ জেতার বাজি মানবতার হার।


বি.দ্র. লেখাটি প্রিয় কবি কবীর হুমায়ূন মহাশয়ের লেখা মোহ-মায়ায় পরিস না কবিতার বিপরীতে কমেন্ট বক্সে লেখা।