Sanjay Karmakar
Top contributor  · 33m  ·

হিন্দু নয় মুসলিম নয় খ্রীস্টান নয়-বৌদ্ধ কিবা জৈন
মানুষ হবার পণ করেছি ছাড়িয়া সকল দৈন্য।


জাতপাত তার জীর্ণ লেবাস ধর্ম তাহার কল
যুগ হতে যুগ রক্ত ঝরায় ধরায় অনর্গল।


মানুষ মোরা একই আদল জৈব উপাদান
একই মোদের রাগ অনুরাগ হৃদয় আসমান।


একই আকাশ নিম্নে তার ওই এক সাগরের আশা
ব্যথায় কাতর হই কভূ আর প্রণয় ভালোবাসা।


জন্ম মোদের একই ধারায় মাতৃ ক্রোরেই তার
শৈশব বাল তরুণ তথা জয় কিবা এক হার।


খাদ্য মোদের প্রাণ উপাদান এই ধরণীর দান
নাই কো প্রভেদ বিভেদ কিবা আচার প্রকরণ।


চাই না হতে হিন্দু কিবা-কিংবা মুসলমান
চাই যে ধরা মানুষ সকল মানবতার গান।