মাতা তার মান হইলো হরণ
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
Sanjay Karmakar
dnesootrpS9m7Jlm40uul00479u5o87a9i703u6uim4stua012nul9c19wt·
(যারা ইতিপূর্বে প্রথম ভাগ পাঠ করেছেন তারা ইচ্ছে হলে কেবলমাত্র দ্বিতীয় ভাগ পাঠ করতে পারেন)
তখনো প্রভাত হয় নি বরণ
অনুপমা অনুপম,
মাতা তার মান হইলো হরণ
যে ছিল তার পরাণের ধন-
যার লাগি প্রাণ জীবন সাধন
পাঠায় বৃদ্ধাশ্রম।।
নিভু নিভু আঁখি তারা
অশক্ত দেহ ভার,
অপারগ আজি মাতা কিছু নাহি করিবার-
কপোলেতে বারি ধারা আজি মাতে কূল হারা,
অপত্যে স্নেহ নীড়ে নাহি আজি
অধিকার ।।
গেল দিন প্রবাহেতে যবে খোকা
এলো ঘরে,
ভূমিষ্ট হলো প্রাণ মাতা তারি যোনি দ্বারে-
অশক্ত অসহায় মাতা সব ই নেয় দায়,
আনন্দে নাচে হিয়া-চুমে তারে
বারে বারে.........।।
আজি কাল প্রবাহেতে হৃদে তারি
নাহি মাতে,
সংহারী ভ্রমে মাতি লোহিতের ধারা খাতে,
জীবনের সংঘাতে বন্ধ্যা সে হৃদয়েতে,
মাতা তারে ত্যাগে খোকা
বোধ তারি সংজ্ঞাতে।।।।
সেদিনের স্মৃতি তার ব্যথা দেয়
হৃদাকাশে,
প্রাণ মনে ছিল খোকা মাতা তারি মৌতাতে
শৈশবে কৈশরে স্মৃতি শত থরে থরে,
আজি তারা খসে তায় নীড় হারা
বিলাপেতে.........।।(ক্রমশঃ)
মাতা তার মান হইলো হরণ-দ্বিতীয় পর্ব
Sanjay Karmakar
npSeoortsd22gi02mu5640fl1i9igalm615t1chf7tfgt0gutgi698tm7c56·
আজি মন-হারা মাতা ক্রন্দনে
হৃদ ভারি,
শূন্য এ হৃদয়েতে প্রদাহেতে হাহাকার ই,
ঝড় জলে জেলো হায় মাতে আজি অসহায়,
শ্রী হারা খোকা তার বোধে নাই
পীড়া তারি।।
লাঞ্ছিতা মাতামহে স্নেহ তার
খোকা তরে-
সুখ তারি কামনাতে বিনা রোধে গৃহ ছাড়ে,
স্মৃতি ময় নীড় হায় কাল স্রোতে ভেসে যায়-
চৌচির আজি হৃদ পাশবতা
হৃদ হরে।।
পীড়া তার কে বা বোঝে জননীর
হৃদ তারা,
আকাশের চেয়ে বড়ো স্নেহ আর মায়া ভরা।।
মমতার ঘেরাটোপে রহে সদা অমলিন
মায়া তার খোকা তরে নহে ক্ষোভে
হয় হীন।।
অভিমানী নহে মাতা নত নহে
ক্রোধে তার,
খোকা তার হৃদ লহু স্নেহ আর মমতার।।
জননীর অভিলাষ খোকা তারি নির্ষাস
ভাবে মন আনমনে প্রেম তারি
দুখ হরে। (সমাপ্ত)