"মায়াবতী"


মায়াবতী প্রবল বানে খরস্রোতা অতি
প্রেমের চুবন খাওয়ায় আমার করলো অযুত ক্ষতি।
খেতির ফসল খাইলো মকর
তার পিছে ছল খাইতে চকোর,
নিঃস্ব হলাম তার ঐ কলায়;আজ, নিতাই তার ওই পতি।


"হ জ ব র ল"


গুরু চলে পথে, বেজে উঠে ঢোল
অ পটলা ক্যান জটলা-লুঙ্গিটা তোর খোল।
বাদ্যি বাজে ক্যান-করিস না প্যান প্যান
আজ দুপুরে তাল পুকুরে বৃষ্টি দিবে দান।
হায় রে কালা দে না তালা মুখটা বুজে ক'
দেখিস না তুই অন্ধা নাকি-হ জ ব র ল।


"যেই না খুখু ঢিল মেরেছে"


যেই না খুখু ঢিল মেরেছে, যাঃ
ও ময়না আর বায়না-
আর তো হবে
না।


কাঠবেড়ালি কোথায় গেলি
হারিয়ে গেলি কোথা,
আয় না খুকু বলছে কেঁদে-
আছে অনেক
কথা।


"কবে আসবে তুমি"


এক বুক প্রেম পিপাসার্ত আর্তনাদ
             চোখের তারায় লক্ষ তারার ঝিকিমিকি
                                  আশা নিরাশার দোলাচলে
দুলছে এ হৃদয় ভূমি-তুমি,
                           কবে আসবে তুমি!!


"পঙ্খী জুদি উড়ে"


রাত্রি কালে এমন হলে পঙ্খী জুদি উড়ে
ঘর ছেড়ে 'দিল', প্রেমের কাহন বিহাই জুদি করে!
মোল্লা কুথায় কাজি কুথায় রাইতে তুমি পাবা
থাকার বাসা হোটেল ই বা কুথায় তুমি র'বা?
শুন রে ভায়া ছাড় রে মায়া মধুর টানের অলি
বিহার আগে মদ্য মধুর; গিন্নি হলেই গ্যালি।
রাইতে দিনে টানবে কষে, ফাঁসের দড়ি গলে
পাঁচুর মতই পাঁচ মেশালি, ফাঁদ সে তার ঐ কলে।
বুঝলে ভালা নাইলে গেলা, জবর যাবেই ফেঁসে
বছর দু'য়েক গেলেই বিবি, শিকল দিবে কষে।