"আমিন"


যেন একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে চলছি আমরা
শ্বাপদ নিঃশ্বাস আর দুরাত্মার
হুহুঙ্কার।
রক্তস্নাত তটিনী আর জ্বলন্ত অঙ্গারে
ভস্মীভূত মৃত্তিকার হাহাকার
ধ্বনি।
ঘুণে ধরা নোবেল ঠুকরে ঠুকরে খায়
কাঠবেড়ালী।
হায়! তিনি বেঁচে নেই তাই রক্ষা নইলে
স্বপ্নটা হয়তো জলাঞ্জলি দিতে হতো হোমের
অগ্নিকুন্ডে।
শৈল শিখরে আজ বিজ্ঞানের হিংস্রতা
বেঁচে থাকবার সংগ্রাম আর ডারউইন!
হাঃ হাঃ
নতুন করে লিখতেন বিবর্তনের
ইতিহাস।


আমিন।


(সংযোজনাঃ ডারউইন লিখতে বাধ্য হতেন যে যারা অযোগ্য আর হিংস্র তারাই টিকে থাকতে পারে জীবন সংগ্রামে।)