"নিরসন"


শোক তাপ সুখ দুখ
              ব্যথা আর বেদনা
ঘুরে ফিরে আসে যায়
            কেন পাহ যাতনা!
ব্যথা বিনে প্রাণ কোথা
               কহিতে হে পাহ
রাত বিনে নাই প্রাত!
               ব্যথা জ্বালা দাহ।


জীবনেতে বাঁকে বাঁকে
            উঁচু নিচু খানা খাদ
ছলনা ও ললনাতে
           হানে শত অবসাদ।
ওই পাড়ে তারই ধরা
         প্রভাতিক জ্যোতি ধারা
মনোরম সুশীতল
              লুব্ধ ও মনোহরা।


সাগরের পানি কভু
        স্থির কী গো হতে পারে!
তরঙ্গ লহরেতে
             উঁচু নিচু বারে বারে।
জোয়ারেতে ফুলে ফুলে
                গর্জনে তটে পাড়ি
ভাটার ওই টানে ফিরে
              তট হতে যায় সড়ি।


ঘন মেঘ ঢেকে দিলে
           রবি কী গো নিভে যায়!
ক্ষণ কাল রাহু কেতু
             তেজ পুনঃ ফিরে পায়।
দুখ সয়ে মহাপ্রাণ
                 গতি তারই নির্বাণে
সয়ে যায় হাসি মুখে
              ব্যথা তারই নিরসনে।