"জীবন"


এই তো জীবন!
কখনো সুখের বানে ভেসে যায় ধরা
আবার কখনো বানভাসি প্রাণ
কূল ভাঙা নীড়ে আছড়ে পরে উঁচু উঁচু সুনামির
রাশি রাশি ঢেউ।
মরা গাঙে জেগে ওঠে বালুচর।
বেদনার সৈকতে হায়েনার অট্টহাসিতে
ভরে যায় অঞ্চল।
কখনো শান্ত হয় তার গতির ধারা
আবার কখনো বা পাগলপারা।
পারাবারে অবশেষে মিলতে চলে মোহনা।
অন্ত হয় চলার।


(লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ)


"The life"


Life is a miracle.
Sometimes it flooded with happiness
Sometimes it is full with gloom.
It often broken down shore with
High climbing tsunami and
Creates shelf in solitude.
Hyena takes possession of that lonely land
To regime there,
Sometimes the river comes into calm
Sometimes not so dear.
Whether it may be but at last
River mingle with the sea in estuarine,
That the end of the journey.
Life to great time.