"মরা কান্না"
"ভোটের মাদল বাজে, নেতা দাদা জাগে, তাই সেড়ে নি কাব্যকথায় ব্যঙ্গ লেখার ভাজে)"


তেনাগো দাদা বালাই ষাট-অষ্টপ্রহর কাজ কী নাই
লিখতে চলেন হালের বলদ, বলতে থাকেন
যাচ্ছেতাই।
দিন কী গুনে ফকির লালন, পালক মুকুর হীন করেন
হাত গুনে দিন, রাত কী প্রাতে, আর তেনাগো গান
ধরেন।
হাল বলদে আবাদ ক্ষেতি, আকাশ রবে পাল তোলে
কালবোশেখীর বজ্রনিনাদ, মাঠ ময়দান
কর তলে।
জন সভায় শিয়াল রাজা, জাক জমকে জৌলুসে
ক্যান ক্যানানী, প্যান প্যানানী, ক্যান মসিতে দেন
ঠুষে।
ডিসুম ডুসুম, দু দশটা, লাসের শোভা নাই যদি হয়
নাম কির্তন চর্চা ভোটের, বলো বলি কী বা
রয়।
আজ ধরণী আভরণী, মুখোস টুখোস কথা বলে
ছল চাতুরি আর হাতুড়ি, হিংসা দ্বেষের
পদতলে।
সেই লেহনে নেতার গড়, গড়েন তারা হিংসা দ্বেষে
দেশ দরদী ভাব ভাবনায়, কান্না মরায় অনেক
ভেসে।
ভাসুন ভোটে আবির হোলি, ছ্যারা রা রা রা!
চলছে তো দেশ, হিংসা ও দ্বেষ, করেন ক্যান
রা?


“অ, আ”



অলি গলি শোর হ্যায়
সকল নেতা চোর
হ্যায়।



আম আদমি খাচ্ছে ধোঁকা
প্রতিশ্রুতির বন্যাতে,
মোহের বাঁধন ভোট গেলে তা
ছিঁড়ে পরে
কান্নাতে।