“ডাক্তারি”


মহীপাল মহা জ্ঞানী শাকরেদ ভোম্বলে
হাঁচি হলে গরমেতে ঢেকে দিল
কম্বলে।
কুট কুট কালো দাঁড়া কম্বলে কাঁটা দেয়
চাচা বাঁচা বলে প্রাণ ভোম্বল
চিল্লায়।
ভাটি জ্বালা গরমেতে কুলু কুলু ঝরে ঘাম
ধমকেতে মহীপাল বলে বাপ ভুলু
থাম।
ভুলু কী গো থামে গো কাঁদো কাঁদো সুর তার
কম্বল তোল চাচা-বলে যায় বারে
বার।
মহীচাচা রাগে মুখ গামছাতে বেঁধে ফেলে
হাত ও বেঁধে পা'ও বেঁধে স্বস্তিতে প্রাণ
মেলে।
মেলা কী গো অত সোজা দুই চারি ঘন্টায়
রা নাই কেন ভাবে ধরে নেয়
চিন্তায়।
নড়া চড়া নাই টুক খুস খুস করে নাতো
মহীপাল ভাবে ভুলু হলো নাতো ভায়
গত।
গতরেতে থর থর কাঁপে চাচা অতি জোর
ঘটনাটা নাটকীয় দিকে ভায় নিল
মোর।
ব্যপারটা রটে যায় দিক হতে দিকে ভাই
পুলিশের সাইরেন ঘন ঘন বাজে
তাই।
ভুল করে কভু ভায়া ডাক্তারি কোর নাকো
জেলে আছে মহী চাচা, তুমি ঘরে ভাল
থেকো।