"আকাশের চাঁদ"
(প্রিয় কবি ডা শাহানারা মশিউর মহাশয়ার শুভ জন্মদিনে আমার ক্ষুদ্র উপহার) (শরীর ভাল নাই তাই আসরে আজ আসতে পারি নাই, এখন একটু ভালো, এসেই প্রথমে এই লেখাটিই লিখলাম, অধিক রাতে সবার লেখাতে যেতে চেষ্টা করবো।)


আকাশের চাঁদ নেমে এলো আজ
স্নিগ্ধ কিরণ শোভা
দিকে দিকে রব শঙ্খ ধ্বনিত
হেরিনু তাহারি
প্রভা।


জ্যোছনা লোকেতে দেবগন সবে
দিতেছে সুধার বারি
ধন্য ধরাতল আকাশ বাতাস
প্রসুণ ঝরিতে
তারি।


উছলিত নদ তটিনী সবেতে
কুলু কুলু রবে ধায়
সাগর আজিকে ফেনিলো সুবাসে
চপলতা মতি
তায়।


আকাশের তারা সৌর বাতাসে
প্রশান্তির ওই বান
ধ্বনিত ধরাতল জয়োগান তারি
হর্ষে মাতিল
প্রাণ।


আজিকের দিনে মৃদঙ্গ বীণে
ঝঙ্কৃত সুরোধ্বনি
দেবী সে আসিলো আজিকে ধরাতল
সুমধুর রিনি
ঝিনি।


মানবে্র সাজে মানবের মাঝে
আলোকিত মাতাময়ী
প্রণাম লহ হে অনন্ত অমর
জয়োগান সকলি
গাহি।