“চরণ”


(লেখাটি দুইটি রুবাইয়্যাৎ এর সমষ্টিতে গড়া)
(এখানে সাকি বা প্রিয় হলেন মুর্শিদ আর সুরা বা শরাব হচ্ছে দিব্যজ্ঞান/পথের দিশা বা মুহব্বত-মা’রিফত)


সুরায় জীবন বাঁধন তলে জ্ঞান কী পেলাম ভবে
হিংসা দ্বেষের বীণ সে বাজে দেখছি অনুভবে।
বিদ্বেষেতে মাতম ধরায়, রাত দিনেতে অশ্রু ঝরায়
সাকি তোমার চরণ কোথায়, সচল কবে হবে।


মালায় গাথি তোমায় সাথী, শরাব দেহ দান
ধন্য জীবন গাইতে তোমার, রব বাণীতে গান।
আজ দেহ সে উছল ধারা, করতে জগৎ মনোহরা
কাঁদতে না হয়, হাসতে রবো ধন্য হবে প্রাণ।