"রসামৃত"


মরণ যেদিন কাল বেলাতে
                     আসিবে তোমারি দ্বারে
পারিবে কী লোভ, রসনা বাসনা
                     সাথে নিতে কামনারে!


পাপের ঘরাতে পূর্ণ সে ধন  
                     যাহাতে রহিলে লীন
প্রভাত ও সাঁজেতে নিত্য বেলাতে
                          কোন্দলে পরাধীন।
বিষের বীণেতে বিষয়েতে আসয়েতে
                          যাহাতে দেখিলে ধরা
গড় সে গড়িতে দানবো হৃদেতে
                          সুরম্য মনোহরা।
দীনে নাহি দান. আসমান
                          আসমানী রঙ মেতে;
করিলে যাপন কাল সে প্রহর
                        ধনের বলেতে তেতে।


ধন কী পারে রুধিবারে তারে
                         শমন যাহারই দ্বারে
কালের সে ডাক অমোঘ অলোক
                         নাহি পারে রুধিবারে।
নিত্য কূজনে ধনেরই পূজনে
                         বৃথাই গড়িলে পণে
পিছে পরে রবে সে ধন তোমারই
                          সে দিন সমাগমে।


কত শত রাজ হেনেছিল বাজ
                          ধরা সে করিতে দীন
কালেরই শ্বাশত বাণীতে তাহারা
                          শতধায় হলো লীন।
অমর সে জন তাহারই পূজন
                           সেবা সে যাহারই ব্রত
কাল কাল যুগ রয় সে অমর
                           তাহারই রসামৃত।


যম কী থাবা মারিতে তাহাতে
                          ছোবলে ঢালিতে বিষ
কভু কভু কভু পারে নাতো সেতো
                          কৌশলে অহর্নিশ।


লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ, "দি ট্রেজার"


“The treasure”


The day death will come and call thee
Will thou be able take all the belongings
The treasure and lot of earnings;
Thou have collected in evil way.
Spending the entire span of life
Deprived each and all
Flowing in cunning
bay.  
Thou have seen nothing but extravagant lavish life
Flown in air with a lot of hopes and desire;
Have shown no humanity
Treasure, that was the only your
aspire.
At the end could thou be able to take all these
That will come all of a sudden
As a cool
breeze.
You have to leave behind, thee
The day your turn to be
Free.
So many tyrannical evil monarchs
Had made their regime there;
But they had to give up monarchy
Besides their cruelty and the
Dare.
Those who serve the humanity and think
Suffering human and their poverty;
May death can cease their body
But can't take their
purity
Immortal they are......