"আরাধন"


মাঝে মাঝে কতবার ভাবি-কর্মহীন;
        আপনার সনে আপনার মনে
আপনি আকুল ঝরায়ে আঁখি
          ভাবিতে আমাতে হীন।


দিবসো রজনী ভাবিতে ধরণী
             দুঃখ সুখের গাথা
লিপিতে তুলিতে আঁকিতেছি বসি
           শতেকো করুণো ব্যথা।
ব্যর্থ প্রণয়ে অভিসারী মনে
           গুমরে গুমরে কাঁদি,
ঝড় সে তুলিতে সাদাতে কালোতে
           শত কত অবসাদই।
পথেরই শিশুতে দৃষ্টি হারাতে
           আকাশের পানে চাহি,
কপোলেতে বান অশ্রু বারিতে;
           রনংদেহী মূর্তিতে মম
     দুষ্ট তোমারে কহি।


মূরতো তোমারই দেউলেতে নাহি
          পথিক আমি সে রাহী,
পথে পথে প্রাণ তোমারই পাষাণ;
            ছলনা সে গান গাহি।
হীনতা তোমারই দীনতার দেশ
            জনতা তোমারই গড়া,
উঁচু নিচু ভেদ, হিংসা ও দ্বেষ
             দেখি নাই মনোহরা।


তাহি অজ্ঞাতে দৃঢ় প্রজ্ঞাতে
            সঁপেছি জীবনো ধন,
কর্মবিহীন ভাবি নাই হীন
           জন-দেবতার করি
               আরাধন।