"গোলারুটি"


পেটে ব্যথা
সোনা তারি,
জ্বালা জাড়ি
যন্ত্রনা;
হাক ডাকে
নানা জনে,
দেয় নানা
মন্ত্রণা।
দেখে শুনে
দিদা বলে,
গোলারুটি
দুইটা;
আর দিতে
হবে ওকে
শাক ওই
পুইটা।
পুলিশের
ফোনে কল
দিল মামা
গোপনে,
দমকল
তার পিছে
চলে এলো
সটানে।
পেটে জ্বালা
জল দিলো,
হোস দিয়ে
পাইপে,
এদিকেতে
ওদিকেতে
নানা নানা
টাইপে।
শেষমেশ
ব্যথা শেষ
ভোর হল
পূবেতে,
হাসি মজা
সবে করে,
নানা নানা
রবেতে।


ধ্যাৎতারিকা


ধ্যাৎতারিকা তিতা মিঠা ঠক বাঁছতে উজার গাঁ
সারে গামা নিনি নিনি! কানের গোড়ত বাজছে ধা।
ধা ধিন না, তা তিন না
নাই হাসি নাই, নাই কান্না,
নিজের মতই চলছি সদা, বলুক না হায়! লোকে যা।