"বিচার"


দুষ্ট আমি কোন দোষেতে
দিলেই ফেলে জলে
জন্ম দিয়ে আস্তাকুরে, ও মা;
ফেলেই গেলে
চলে।


মানুষ কী মা করতে এমন
পারলে তুমি মা!
এই কী ধরা ভবের ঘরে
এই কী উপ-
মা?


খুন করেছো মা গো তুমি
করলে আমায় খুন,
আমোদ তোমার জীবন আমার
এতই তুমি
দীন।


পারবে কী মা-কালির সে দাগ
মিটতে মনেতে;
কেউ না মাগো,
নাই বা পারুক-শাস্তি
দানেতে।


তার দ্বারেতে ও পাড় যবে
জীবন দেবে দারি
বিচার সে মা, তোমায় দেবে
জাহান্নমের
তরী।