Sanjay Karmakar
edroSptson3f70hr 7961227i2sml1
  ·
মদ দে মা, কিলায় দিমু, পাইসা দে না মাই,
নাই জুদি দিস, বুঝবি ঠ্যালা, মারুম আজি কই।
মদ দে, মদ দে মোক, মাই!
মদ দে না মাই।
ন্যাশার জ্বালায় মরছি হ্যালায়, পাইসা দে না মাই!!
মদ দে মাই মদ, বলিস কেনেই নাই।
মদ দে না মাই।
শিক্ষা লিয়া, চাকরি কোনে, কেই বা দিব ধন,  
প্রেমিক ছিলো, সেও গা গেলো,
ছুইটা বৃন্দাবন।
মদ দে মাই, পাইসা দে মা, নাইলে হবো রণ।
বাপ টা আছিল, ভালায় মেলা, শিক্ষা দিসে মোক,
আজ দিবসে, বাবার দিবস, মাই রে,
ভীষণ রে মাই, শোক-
মদ দে মাই, মদ দে না মোক;  ভুইল্যা সকল রই,
না হোল, গলায় হামার লাগা দড়ি, মোক
মাইরা ফ্যালা মাই।
মদ দে মাই, মদ দে ক্যামনে নেশায় সই!!
মদ দে মাই, মদ দে, কই!!


সংযোজনাঃ- শিক্ষা নিয়ে, বাবা মা'এর দুরাবস্তা, বহু চেষ্টা করেও একটা চাকরি পায় নাই যুবক, ঘুষ দেবার ক্ষমতা নাই বলে। মনের দুঃখে সব দুঃখ ভুলে থাকবার জন্য সে মদ খায় আর নেশাশক্ত হয়ে পড়েছে।নেশাশক্ত ছেলেকে তাঁর মা সেই কারণে তাঁকে  বকঝকা করলে নেশার বশে, তাঁর উত্তর যথাসম্ভব কল্পনা করে লিখলাম। লেখাটি যতবার পাঠ করছি, দু-চোখ জলে ভরে যাচ্ছে করুণায়।