Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JtShnuhpston ncossonrswcerdi  ·
"মহান বিচার"


কল্পিত কবিঃ-


বিচার ঢাকার চুলায় চুলায় জ্যান্ত আলুর দম
এক চুল ফাঁক নাইকো সেথায় একটুক নাই কম।
আসল দুষি পায় সে সাজা বিচার বাবুর হাত
লতায় পাতায় থাকলে দূরেও, পাবেই শেষে ঘাত।
ধন্য নিদান শ্রেষ্ঠ তাহা বিশ্বে সবাই জানে
অমোঘ সে রাজ ধন্য বিচার গায় যে সবাই গানে।


সঞ্জয় কর্মকারঃ-


আজগুবি এক গপ্প লিখার ইচ্ছে আজি মোর
মোহর আলির গলির মাথায় সেদিন ছিল ভোর।
কাকের ডাকে ভাঙলো সে তার সাধের ছিল ঘুম
স্বপ্ন ভাঙার সেই অপরাধ ফাটায় দু-চার বোম।
স্বপ্না সেদিন ঘড়ায় কোমর যাচ্ছিল সেই পথ
বিকট রবের শব্দে পথেই হলো তার ঐ মত।
সান্ত্রী এলো সিপাই এলো খবর গেল ঢাকা
বন্দি হলো সেই ঘটনা ঘুরলো কোর্টে চাকা।
বিচার বাবু হুকুম দিলো মোহর আলি চাই
সান্ত্রী গেল ঘোড় সাওয়ার সাঁ সাঁ ধাই ধাই।
হাজির মোহর কোমর বাঁধা শক্ত রশির ফাঁস
নিদান হলো ফাঁসির সাজা আসলো ফাঁসুর দাস।
মেহের কহে কি আপরাধ ছিলাম আমি ঘুমে
জড়িয়ে কোমর গড়াচ্ছিলাম গঙ্গার গাল চুমে।
নইলে কি আর হতোই বাবু গরম আমার খুন ই!
বিচার বাবু কইলো হু হুম, গঙ্গা রাঈ-ই খুনী।
এজলাসে তার তলব হলো কান ধরে তার ফুষে
বিচার শুনায় ফাঁসির তলব স্বপ্নে আসার দুষে।
গঙ্গা কহে মোর কি দুষ মামার চাচার বোন
কইছে তারে মেহের আলির আছে রাজার ধন।
তাই তো লটর পটর লাগি তার কথা সে ক'বে
সেই তো আসল খুনের দুষি, সভার সবাই ভাবে।
আসলো লতার পাতার বোনে হ্যাঁচকা টানে রশি
বিচার তাহার নিদান ফাঁসি বাজায় দিলো বাঁশি।
দু-কর জোড়ে কইলো লতায় আমার কি দুষ কন!
এক শো সালের বুড়া মিয়ায় কইসে সে বাত হুন।
হুনলো সবাই সভা সদেই বাত তো সহি তার
ঘোড় সওয়ারী সান্ত্রী সবে পৌঁছে গেল দ্বার।
দ্বারেই ছিল কুব্জা বুড়া জীর্ণ তার ঐ গেহ
যেই শুনিছে বাজলো কাশর প্রাণ ছাড়িল দেহ।
বিচার বাছার শেষ হলো রাজ বাদ্যি উঠে বাজি
পাইছে সাজা আসল দুষি বিচার মহান কাজির।